ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান স্বাধীনতার বীর শহীদদের স্মরণে খুনিয়াদীঘি স্মৃতিসৌধের বাউন্ডারির লোহার অ্যাংগেলগুলি চুরি হয়েছে।
জানা গেছে, গত ২২ হতে ২৪ যে কোনো সময় অজ্ঞাতনামা কে বা কারা ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণে খুনিয়াদীঘি স্মৃতিসৌধে চারপাশের প্রায় ১৫ মণ লোহার অ্যাংগেল (যার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) চোরেরা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাদী হয়ে রাণীশংকৈল থানায় মামলা করেন (মামলা নং ১, তারিখ ৩/৩/২০২২ ইং, ধারা ৩৭৯ পেনাল কোড। মামলায় বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আ. মালেক, আবু সুফিয়ান এবং সিরাজুল ইসলামকে সাক্ষী করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখের নেতৃত্বে থানা পুলিশ গত ৫ মার্চ আ. রশিদ (২১) নামে একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন এবং মিলন, শুকুর, ফেরদৌস, দুখুসহ ৪ জনকে শিশু আইনে সমাজসেবা অফিসের মাধ্যমে ডাইভারশনে রাখা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।