পুরনো পেশাতে ফিরতে চান রাতারাতি সেলিব্রিটি হওয়া ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। বাদাম বেচা ছেড়ে গান গাওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। তাকে নিয়ে এত মাতামাতি, তবুও হঠাৎ কেন ক্ষমাপ্রার্থী ভুবন? দিন কয়েক আগেও ভুবন বলেন, আমি এখন ‘সেলিব্রিটি’। জনপ্রিয় হয়ে যাওয়ার পর বাদাম বিক্রি করা শোভা পায় না।
তার এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ‘সেলিব্রিটি’ শব্দটি অনেকেই পছন্দ করেননি। ভুবন ঠিক সেজন্যই ক্ষমা চাইলেন। ‘সেলিব্রিটি’ বক্তব্যের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বলেন, প্রয়োজনে আবার চিনাবাদাম বিক্রি করবো। আমি এখন বুঝতে পারছি যে আমার এমন কথা বলা উচিত হয়নি। মানুষ আমাকে সেলিব্রিটি বানিয়েছে। নতুন গান যদি মানুষের পছন্দ না হয়, আমি আবার চিনাবাদাম বিক্রি শুরু করবো। তিনি আরও বলেন, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।
মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আমি একজন সাধারণ মানুষ, সরলতার সঙ্গে জীবনযাপন করি। স্টারডম, মিডিয়া মনোযোগ ও গ্ল্যামারের মতো জিনিসগুলো আমাদের মতো মানুষের জন্য নয়। মানুষের সঙ্গে তা চিরকাল থাকে না। আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি মানুষ হিসেবে পরিবর্তিত হইনি। ভিডিওতে আপনারা সবাই আমাকে যেভাবে দেখেছেন আমি এখনও সেই সাধারণ মানুষই রয়েছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।