দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ থাকার পর অবশেষে গতকাল শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় বীজ বোঝাই ট্রাক দেশে প্রবেশ করেছে। নতুন করে পণ্যটি আমদানিতে বন্দরের দৈনন্দিন আয় যেমন বাড়বে; তেমনি কর্মরত শ্রমিকদের আয় বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
স্থলবন্দরের আমদানিকারক আজিজুল ইসলাম রেন্টু বাংলা বলেন, সর্বশেষ গত ২০০৮ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বীজ আমদানি হয়। দীর্ঘদিন বন্ধের পর শনিবার বন্দর দিয়ে আমদানি শুরু হলো। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী এক কর্মকর্তা বলেন,
সম্প্রতি একটি উচ্চপর্যায়ের টিম এই বন্দর দিয়ে বীজ আমদানির সক্ষমতা যাচাইয়ের জন্য বন্দর ও আমাদের সংগনিরোধ কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। তারা ফেরত গিয়ে যে রিপোর্ট দিয়েছে, সে প্রেক্ষিতে বন্দর দিয়ে বীজ আমদানির অনুমতি মিলেছে।
শুল্ক স্টেশনের এক রাজস্ব কর্মকর্তা বলেন, দীর্ঘ দিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে। বন্দরের ওয়্যারহাউজে আমদানিকৃত এসব বীজ রাখা হয়েছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।