জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আপাতত অস্ত্রোপচার করাতে অস্ত্রোপচার করাতে হচ্ছে না । এক ফেসবুকে পোস্টে মাশরাফী নিজেই জানিয়েছেন, ‘লাস্ট ৩টা দিন অর্থোপেডিক ডাক্তার, সার্জন, স্পোর্টস মেডিসিন ডাক্তার এবং ফিজিওর সাথে সময় দিয়ে অবশেষে ৮ নম্বর সার্জারি থেকে বিরত থাকলাম।

হয়তো পরে কোনো এক সময় দেখা যাবে। আবারও সেই রিহ্যাব শুরু, এর শেষ কোথায় আল্লাহ জানে। আপাতত মাঠ ডাকছে (ডিপিএল)। বাকিটা আল্লাহ ভরসা। লিজেন্ড অব রুপগঞ্জ, ইনশাল্লাহ সি ইউ অন গ্রাউন্ড।’

এদিকে, ইনজুরির কারণে মিনিস্টার ঢাকার হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে সব ম্যাচ খেলতে পারেননি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এবার ঢাকা প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। ১৫ মার্চ মাঠে গড়াতে যাওয়া এই আসরের শুরু থেকেই খেলতে চান মাশরাফী।

 

কলমকথা/ বিথী