২৬ মার্চ স্বাধীনতা দিবস। এদিন থেকে দেশে অনলাইনে টিকিট বিক্রি করবে সহজ ডটকম। কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) বিডির সঙ্গে চুক্তি শেষে নতুন করে অনলাইনে টিকিট বিক্রির কাজ পেয়েছে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।
সোমবার (১৪ মার্চ) রেল ভবনে প্রতিষ্ঠানটির কাছে রেলওয়ে টিকেটিং সিস্টেম হস্তান্তর করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, ২৬ মার্চ সহজ-সিনেসিস-ভিনসেন জেভির মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কম্পিউটারাইজড টিকেটিং সিস্টেম পুনরায় চালু করা হবে।
ম্যানুয়াল পদ্ধতিতে পাঁচ দিনের পরিবর্তে দুই দিনের অগ্রীম টিকিট ইস্যু করা হবে। এ সময় সব টিকিট উন্মুক্ত থাকবে, কোনো কোটা বা আসন সংরক্ষিত থাকবে না।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।