জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে ফের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা শেষে দেশে আসেন। তবে তিনি ফের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা নিয়ে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘মোশাররফ রুবেলের শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় তাকে আইসিউইতে নেয়া হয়েছে।

বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) ডাক্তার দেখবেন, এরপর সিদ্ধান্ত নেয়া হবে আইসিইউতে থাকবেন নাকি বেডে শিফট করবেন’। এদিকে সূত্রের ভিত্তিতে জানা যায়, তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। অবস্থার উন্নতি না হলে তাকে লাইফ সাপোর্টে দিতে হতে পারে। রুবেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

 

কলমকথা / সাথী