“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানে সারাদেশের ন্যায় লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নে হত- দরিদ্র দের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৫ই মার্চ)সকালে দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়ীয়া বাজারে উক্ত ইউনিয়নের ১-৫ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার আসাদুজ্জামানের সভাপতিত্বে এ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালপুর উপজেলার ট্যাগ অফিসার জনাব জুয়েল রানা।
এ সময় দুড়দুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আলতাব হোসেন,২নং ওয়ার্ডের মেম্বার টিপু সুলতান,আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম শফি সহ বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ডধারী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ট্যাগ অফিসার জুয়েল রানা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে।
এ বিষয়ে লালপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(ফুড)অফিসার ডালিম কাজী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে হত দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম দীর্ঘ ৩ মাস পরে পুনরায় শুরু করা হয়েছে।
এ বিষয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের ১-৫ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডিলার আসাদুজ্জামান বলেন,সপ্তাহের ৩ দিন মঙ্গলবার,বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডধারী গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে এই চাল বিক্রয় করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।