রাশিয়ার আগ্রাসনের প্রভাবে ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। আর দেশ ছেড়ে পালানো এসব মানুষের প্রায় অর্ধেকেরই শিশু। এদিকে, যুদ্ধ আতঙ্কে পালানো এসব শিশুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দেশ ছাড়া এসব শিশু যৌন হয়রানি, শিশু পাচারের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

ইউনিসেফ থেকে জানানো হয়, ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে অন্তত ১৪ লাখই শিশু। এদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার শিশু তৃতীয় দেশের নাগরিক। ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, ইউক্রেনে গত ২০ দিন দৈনিক গড়ে ৭০ হাজার শিশু শরণার্থী হয়েছে।

যার অর্থ, প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হয়েছে। তার মতে, গতি ও মাত্রার দিক থেকে এমন সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। সবাইকে সতর্ক করে তিনি বলেন, যুদ্ধ-সংঘাতের কারণে ঘরছাড়া এসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সহিংসতা, যৌন হয়রানি এবং পাচারের বড় ঝুঁকিতে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন।

 

 

কলমকথা/ বিথী