২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেন ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের (৩৮৩ বিলিয়ন পাউন্ড) বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
যুদ্ধের পর এই ক্ষতি রাশিয়াকে পুষিয়ে দিতে হবে বলে জোর দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল।
মঙ্গলবার তিন প্রতিবেশী দেশ- চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন ইউক্রনের প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জয়লাভ করলেও ঠিক কীভাবে এই ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে সে বিষয়ে কোনো আলোচনায় যাননি শমিহাল। তবে বিদেশে রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা উল্লেখ করেছেন তিনি।
তিনি আরও বলেন, ইউক্রেন মিত্রদের কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে।
এদিকে ইউক্রেনে রুশ হামলার মধ্যেই দেশটিতে অবস্থান করছেন ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা কিয়েভ পৌঁছান। তিন সপ্তাহ আগে ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুর পর এই প্রথম কোনো বিদেশি নেতা দেশটি সফর করছেন।
তাদের এই সফর এমন এক সময় হচ্ছে, যখন কিয়েভের শহরতলিতে গত কয়েক দিন ধরে রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সৈন্যদের লড়াই চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।