বাঙালি জাতি শান্তিতে বিশ্বাসী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা যুদ্ধে বিশ্বাস করি না। তবে যদি কখনো আক্রান্ত হই তখন দেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে সব বাহিনীকে’।

বুধবার (১৬ মার্চ) বিমানবাহিনীর বহরে ‘গ্লোব জি-১২০ টিপি’ বিমান উদ্বোধনকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, সে জন্য আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত বিমানবাহিনীকে এরই ধারাবাহিকতায় নতুন প্রশিক্ষণ বিমান যুক্ত করা হচ্ছে, ভবিষ্যতে আরও করা হবে। আজ থেকে বিমানবাহিনীর বহরে গ্লোব জি-১২০ টিপি প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত হলো ।

 

 

কলমকথা/ বিথী