সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও তার সাবেক তৃতীয় স্বামী রোশন সিংয়ের খোঁচা দেয়ার ঘটনা নতুন নয়। প্রায় সময়ই একে অন্যের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে নানা ধরনের মন্তব্য করেন।

কিন্তু এবার তো রোশনের এক অদ্ভুত প্রশ্নের মুখে পড়লেন শ্রাবন্তী। তবে সরাসরি নয়। সম্প্রতি রোশন সিং ইনস্টাগ্রামে লিখেছেন, কেন তার প্রতিটি বিয়ের সঙ্গে নতুন একটি প্রেমের যোগ থাকে?

রোশনের এই বক্তব্যে শ্রাবন্তীর নাম না থাকলেও, এই বক্তব্য যে এক নারীকে উদ্দেশ্য করেই তা স্পষ্ট! নেটিজেনরা অবশ্য বলছেন, রোশন এই ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীকে খোঁচা মেরেছেন। তবে এ ব্যাপারে শ্রাবন্তীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি এখন মজে আছেন নতুন আরেকটি প্রেমে।

 

 

কলমকথা/ বিথী