ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ২২তম দিন চলছে আজ। শুরু থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এরই মধে রাশিয়ার কারিগরি সহায়তা ও অর্থায়নে বন্দর শহর করাচি থেকে উত্তর পাকিস্তানে গ্যাস পাইপ লাইন বানানোর চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান।

এবার ইউক্রেনে রাশিয়া হামলা করার পর রাশিয়ার সঙ্গে এ চুক্তি না করার জন্য পাকিস্তানকে অনুরোধ করে বিভিন্ন দেশ। তাছাড়া অনেকে জানায় রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়ার কারণে পাকিস্তান তাদের সঙ্গে কার্যক্রম চালিয়ে গেলে ঝামেলায় পড়বে।

এ ব্যাপারে গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন বলেন, চুক্তি প্রায় হয়েই গেছে। যখন এ গ্যাস পাইপলাইন নির্মাণ শেষ হবে তখন এটি দিয়ে করাচির বন্দর থেকে তরল প্রাকৃতিক গ্যাস পাকিস্তানের উত্তর দিকে পাঠানো হবে।

অর্থমন্ত্রী শওকত তারিন আরও বলেন, আমরা বিকল্প পথে আগাব না কি রাশিয়ার সঙ্গে চুক্তি করব এ বিষয়ে বলা হলে আমরা বলব রাশিয়াই আমাদের বিকল্প। আর রাশিয়ার সঙ্গে এ চুক্তির কথাবার্তা ইউক্রেন দ্বন্দ্বের অনেক আগেই হয়েছে।

 

কলমকথা/ বিথী