মোঃ ইমরান হোসেন, জেলা প্রতিনিধি মাগুরাঃ
আজ ১লা মার্চ ২০২১ রোজ সোমবার মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নহাটায় এক অনুষ্ঠানে মাগুরা সিভিল সার্জন মহোদয় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ মোকসেদুল মমিন সম্পর্কে এ কথা বলেন।সোমবার সকাল ১০ ঘটিকায় মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে নহাটা লাইফ কেয়ার হাসপাতাল লিঃএর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাগুরা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাগুরা তথা দেশের মধ্যে সবচেয়ে সুন্দর, আধুনিক ও রোগীদের জন্য মনোরম পরিবেশের একটা হাসপাতাল। এখানে কোন কিছুর ঘাটতি নেই, নেই কোন সমস্যা, বরং আছে নান্দনিক সব অপরুপ চিত্র যা সকলকেই আকৃষ্ট করে।রোগীদের ভোগান্তি নেই বললেই চলে।এসব কিছুর পেছনে বিশেষ অবদান ডাঃ মোকসেদুল মমিন সাহেবের। তাঁর মত সৎ ও কর্তব্য পরায়ন হয়ে জনগনের সেবা করা সকলে ডাক্তারের উচিত। এজন্য তিনি তাঁকে ডাক্তারদের জন্য রোল মডেল ঘোষণা করেছেন। এসময় তিনি নহাটা লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে সরকারি বিধি বিধান মেনে চলার আহবান করেন এবং জনগণ যেন স্বাস্থ্যসেবায় কোন রকম হয়রানীর শিকার না হয়।আরও হুশিয়ারি দিয়ে বলেন আমরা যেহাতে উদ্বোধন করছি আবার কোন রকম আইনের ব্যত্যয় ঘটলে সেই হাতেই ভেঙে ফেলতে পারি। সবশেষে নহাটা লাইফ কেয়ার হাসপাতাল লিঃএর উত্তরোত্তর সাফল্য কামনা করে, উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং ৪০ উর্ধ্বো সকলকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা নেওয়ার আহবান জানিয়ে শেষ করেন।নহাটা লাইফ কেয়ার হাসপাতাল লিঃ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইন্জিঃমোঃ জাওয়াদুল আলম সাহেব। রবিউল ইসলাম রিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার মোঃমোকসেদুল মমিন সাহেব, নহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃজান্নাতুল ফেরদৌস,মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র কয়েকজন ডাক্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মী প্রমুখ।