মাবিয়া রহমান, স্টাফ রিপোর্টার : যশোরের মনিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে চিত্রাঙ্কন রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধন”র আয়োজনে বৃহস্পতিবার(১৭ই মার্চ) উপজেলার এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্গন রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা করানো মধ্য দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার সাব ইনস্পেক্টর(এস আই)সমেন দাশ। বিশেষ অতিথি নবনির্বাচিত ইউপি সদস্য আমিনউদ্দীন লাতু, এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।
এক্য বন্ধনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান সোহাগ বলেন, সেদিন বঙ্গবন্ধু না জন্মালে হয়তো বাংলাদেশ নামক এই দেশটির জন্ম হতো না। তাই আমাদের সকলের উচিত তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা। আর তারই ধারাবাহিকতায় আমরা ও আমাদের সংগঠন এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। তিনি আরো বলেন, শিশুদের আনন্দের মধ্য লেখাপড়া করাতে পারলে লেখাপড়ার মান বৃদ্ধি পাবে। তাই আমাদের এবারের স্লোগান”শিশুদের আনন্দের মধ্যে লেখাপড়া করান শিক্ষার মান বৃদ্ধি পাবে”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।