ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল হ্যাক করা হয়েছে। তার নানা তথ্য ও ভিডিও প্রমাণ হিসেবে সোস্যাল মিডিয়ায় তা প্রকাশ করেছে ‘ওপেন হ্যান্ডস’ নামের একটি গ্রুপ। মোসাদ প্রধানের ট্যাক্সের সনদ ও বিমানের টিকিট রিজার্ভের তথ্যও তারা সোস্যাল মিডিয়াতে প্রকাশ করেছে।
এর মাধ্যমে হ্যাকার গ্রুপটি তাদের দাবির প্রমাণ দিয়েছে। ধারণা করা হচ্ছে, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে গেছে হ্যাকারদের কাছে। মোসাদ প্রধানের মোবাইল হ্যাক হওয়ার কথা স্বীকার করেছেন এই সংস্থার সাবেক প্রধান ডেনি ইয়াটম। তার ধারণা, এতে গুরুত্বপূর্ণ তথ্য খোয়া যায়নি। যদিও হ্যাকার গ্রুপ বলছে, তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন ওই মোবাইলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।