নরওয়ের উত্তরাঞ্চলে ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে শুক্রবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে বিমানে থাকা ৪ আরোহীর নিখোঁজের তথ্য এলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যুর খবর এলো। শনিবার (১৯ মার্চ) নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নিহতদের পরিবার এবং সহকর্মীদের প্রতি গভীর শোক জানিয়েছেন। এর আগে শুক্রবার (১৮ মার্চ) দেশটির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও মার্কিন নৌবাহিনীর অন্তর্ভুক্ত এমভি ২২বি অসপ্রে প্লেনটি ‘কোল্ড রেসপন্স’ নামক একটি মহড়ায় অংশ নিচ্ছিল।
কিভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে নরওয়ে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং নরওয়ে সেনাবাহিনীর একটি অরিওন নিখোঁজ বিমানটির সন্ধান করছিল। একপর্যায়ে সংকেত পেয়ে তারা বিমানটির বিধ্বস্ত হওয়ার স্থান চিহ্নিত করতে সক্ষম হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।