ইউক্রেনে রাশিয়ার হামলায় আহত শিশুদের দেখতে হঠাৎ করে হাসপাতাল পরিদর্শনে গেছেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
শনিবার রোমের ভ্যাটিকানের শিশু হাসপাতাল পরিদর্শনে যান তিনি। খবর বিবিসির।
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রায় ৫০ শিশুকে ইতালির বামবিনো গেসু পেডিয়াট্রিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৯ রোগী রয়েছেন।
কেউ কেউ যুদ্ধের প্রথম দিকে পালিয়ে এসেছিলেন। কারও কারও স্নায়ুবিক অবস্থা খারাপ ছিল। অন্যদের গুরুতর বিস্ফোরণের ক্ষত ছিল বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।
শুক্রবার স্লোভাকিয়ায় একটি চার্চ সম্মেলনে এক বার্তায় ফ্রান্সিস বলেন, যারা দেশকে রক্ষা করতে বা বোমা হামলা থেকে বাঁচার জন্য পালিয়েছেন, সেসব শিশুর রক্তও অশ্রু, নারী ও পুরুষদের দুর্ভোগ আমাদের বিবেককে নাড়া দেয়।
কলমকথা / সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।