না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চল‌চ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত‌শিল্পী ফাতিমা তুয-যাহরা ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। গতকাল শনিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার বড় ছেলে ইশিক।

হাসপাতালের পাশেই অবস্থিত নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এ সময় বাসায় থাকা দুই ছেলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল মান্নান মিলন গত দেড় মাসের মধ্যে দুইবার হৃদরোগে আক্রান্ত হন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন তিনি।

 

 

কলমকথা/ বিথী