দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। আজ রোববার (২০ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে।

এদিকে, ম্যাচে শুরু আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ‘আমার তো মনে হয় ওদের চেয়ে ভালো দলকে আমরা বিশ্বকাপে হারিয়েছি। সে হিসেবে বাকি দুই ম্যাচেও আমাদের টেনশন করার কিছু নেই। বরং ওরা নিজেদের মাঠে খেলছে, চাপ ওদের ওপর বেশি’।

এই অলরাউন্ডার আরও বলেন, ‘হ্যাঁ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়াটা অবশ্যই অনেক বড় ব্যাপার। এর আগে তো এ রকম হয়নি কখনো। এ বছর একটা ভালো ব্যাপার হচ্ছে যে নিউজিল্যান্ডেও যেটা কখনো হয়নি সেটা হয়েছে, আমরা টেস্ট জিতলাম। এবার এখানেও আগে যা হয়নি, তা হয়েছে। আমরা একটা ম্যাচ জিতেছি’।

 

 

কলমকথা/ বিথী