চলতি বছর একইদিনে পড়েছিল দোল এবং শবে বরাত। আর এই দিনে রঙের উৎসব এবং শবে বরাত দুটোই উদযাপন করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রীতি’র বার্তা দিয়ে হোলি এবং শবে বরাত উপলক্ষে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কলকাতার এই সাংসদ-অভিনেত্রী।

শবে বরাত উপলক্ষে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) ডালা হাতে বিখ্যাত নিজামুদ্দিন দরগা দর্শনে গিয়েছিলেন নুসরাত। নেটমাধ্যমে সে মুহূর্তের একটি ভিডিও নিজেই পোস্ট করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন দরগার চত্বরে হেঁটে বেড়াচ্ছেন নুসরাত। গায়ে জড়ানো পেস্তা রঙের সালোয়ার কামিজ। মাথা ঢাকা ওড়নায়।

এরপর ডালা হাতে হেঁটে এগোতে দেখা যায় দরগার দরজার উদ্দেশে। ইনস্টাগ্রামে তার সেই ভিডিওর পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেন যে, বিশ্বাসটুকুই আমাদের সম্বল। আমাদের প্রয়োজন ভরসার, আস্থা রাখতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের উপর। ভালোবাসা ছড়িয়ে দিন সকলের মধ্যে। তবেই হয়ত ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়বে।