বলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। তিনি বলেন, অনেকের মনে এই ধারণা গেঁথে আছে যে, অভিনেতার পারিশ্রমিক সব সময় অভিনেত্রীর চেয়ে বেশি হতে হবে। কোন যুক্তিতে তাদের এই বদ্ধমূল ধারণা- তা আজও বুঝতে পারিনি।
আমার মনে হয়, তাদের এ ধারণা বদলাতে রীতিমতো একটা বিপ্লব করতে হবে। বলিউডে পারিশ্রমিক বৈষম্য থাকলেও নিজের প্রাপ্তি নিয়ে কখনও নাখোশ ছিলেন না মৌনি। তিনি আরও বলেন, আমি ছোট পর্দায় সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। তারপরও বলিউড ছবির পারিশ্রমিকের বেলায় হিসাব-নিকাশটা আলাদা করে দেখা হয়। বুঝিয়ে দেয়া হয়, এখনও আমি বলিউডের প্রথম সারির অভিনেত্রী নই।
এ জন্য আমিও অভিনয়ের জন্য পারিশ্রমিক কম, নাকি বেশি পাচ্ছি- তা নিয়ে মাথা ঘামাইনি। যা পেয়েছি বা পাচ্ছি, সেটাই নিজের প্রাপ্য বলে মেনে নিয়েছি। তারপরও অনেক তারকার পারিশ্রমিকের অঙ্ক দেখে মনে হয়েছে, তাদের নানাভাবে বঞ্চিত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।