সম্প্রতি ইউক্রেনকে ত্রাণ সহযোগিতা দিতে এগিয়ে এসেছে ‘এপিক গেইমস’। বিখ্যাত ব্যাটল রয়্যাল গেইম ‘ফোর্টনাইট’। এই গেইমের নতুন সিজনের প্রথম দুই সপ্তাহের আয়ের পুরোটাই ইউক্রেনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল রোববার ( ২০ মার্চ) ফোর্টনাইটের নতুন সিজন শুরু হয়েছে।

এদিন থেকে ৩ এপ্রিল পর্যন্ত গেইমটির সকল আর্থিক লেনদেন থাকে আসা আয়ের পুরোটাই যাবে ইউক্রেনের মানবিক সহায়তা তহবিলে। প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, এই ক্যাম্পেইন চলাকালীন দুই সপ্তাহে, সাবস্ক্রিপশন প্যাকেজ, উপহার হিসেবে দেয়া ‘ব্যাটল পাস’ এবং কিছু কসমেটিক প্যাকসহ গাঁটের পয়সা খরচ করে গেইমাররা যাই কিনুন না কেন, তার পুরোটাই ইউক্রেনের ত্রাণ তহবিলে যাবে।

এপিক বলছে, ফোর্টনাইটে ব্যবহৃত ‘ভি-বাকস’ এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় কারণ এটি কোনো প্রচলিত মুদ্রা নয়। তবে, গেইমটির ‘গিফট কার্ড’ এই প্রক্রিয়ার অন্তর্ভূক্ত থাকবে। শর্ত হচ্ছে, কার্ডগুলো ব্যবহার করতে হবে দুই সপ্তাহের মধ্যেই। এপিকের এই প্রচেষ্টায় আরও অংশ নিচ্ছে মাইক্রোসফট; দুই সপ্তাহের মধ্যে ফোর্টনাইট থেকে আসা নেট আয়ের পুরোটাই ইউক্রেনের নাগরিকদের সহযোগিতায় দান করবে এই সফটওয়্যার নির্মাতা।

 

 

কলমকথা/ বিথী