স্টাফ রিপোর্টার: ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্যো দিয়ে রাজশাহীর বাঘায় আ’লীগের উপজেলা শাখার কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন (কাউন্সিল) অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশসহ অন্ত প্রায় ৩০ জন আহত হয়েছে।
আজ সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে সকাল ১১ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে আাসন গ্রহন করেন। এর পর কোরআন তেলাওয়াত,গীতা পাঠ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শিরা জানান, জেলা আ’লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীসহ তার সমর্থকরা মিছিল নিয়ে শ্লোগান দিয়ে মঞ্চের সামনে আসতে থাকে। এসময় তাদের মিছিলকে স্বাগত না জানালে, মঞ্চ থেকে আক্কাছের নাম ঘোষণা না করলে এবং মিছিলে বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত প্রায় ৩০ জন আহত হয়। এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা,চেয়ার ভাংচুর,কাঠের বাটাম,দেশীয় অস্ত্র,বাঁশের লাঠি ব্যবহার করা হয়। প্রায় আধা ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। পরে অনাকঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ টিয়াটসেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা হলেন, ঢাকা থেকে আগত এক নেতার প্রেস সহকারি এমএসএ রেজা,বাঘা পৌর আ’লীগের সভাপতি আাব্দুল কুদ্দুস সরকার,শাহরিয়ার হোসেন,সিরাজুর ইসলাম,সাইফুল ইসলাম,মুরাদ হোসেন, লিটন ভুঁইয়া,আলম হোসেন,সুজন আলী ও পুলিশসহ অন্তত প্রায় ৩০ জন। এর মধ্যে সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছ। পরিস্থিতি শান্ত হলে পুনরায় সম্মেলনের কার্যক্রম শুরু হয়। আয়োজিত কাউন্সিল (সম্মেলন) এর উদ্বোধন করেন রাজশাহী জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার। সভাপতিত্ব করেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ’লীগের সন্মানিত প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ’লীগ,মোঃ নুরুল ইসলাম ঠান্ডু,বীর মুক্তি যোদ্ধা ও সন্মানিত সদস্য বাংলাদেশ আ’লীগ,বেগম আক্তার জাহান (সাবেক এমপি) সদস্য বাংলাদেশ আ’লীগ ও বিএমডি,রাজশাহী জেলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল ওাদুদ দারা সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আ’লীগ ও সাবেক এমপি পুঠিয়া দুর্গাপুর,এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু,যুগ্ম সাধারণ সম্পাদক রাজশামী জেলা আ’লীগ প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক ও উপমহাদেশের অন্যতম প্রাচীন দল। আওয়ামী লীগ জনগণের দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আ’লীগ। গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আগামীতে আরো কয়েক বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। রাসিক মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আওয়ামীলীগের বিরুদ্ধে নানা মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে একটি কুচক্রি মহল। নিজেদের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। এছাড়া মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ,রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র,মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র,কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র,পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ ব্যাপক উন্নয়ন মুলক কাজ করছে সরকার। প্রধান বক্তা বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রস্তুতি নিতে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বছরের মধ্যে আওয়ামী লীগের সকল ইউনিটের সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে দলকে শক্তিশালী করতে নির্দশ দিয়ছেন।
সেই লক্ষ্যে সকল বিভাগে সম্মেলন হচ্ছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে যারা মনে করছে,চক্রান্ত করে আওয়ামী লীগকে হারিয়ে দেবে,তারা মুর্খের স্বর্গে বাস করছেন,কারণ জনগণ সুখে আছে, জনগণ আর কখনো বাংলা ভাইয়ের যুগ, বোমাবাজি,অন্ধাকার যুগে ফিরে যেতে চায় না। আগামী নির্বাচনে জনগণ আবারো আ’লীগকেই বিজয়ী করবে। বক্তারা বলেন,আমরা সবাই একেকজন বঙ্গবন্ধুর সৈনিক এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে দেশ উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনে বাঘা উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে বাঘা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক পদে মোঃ আশরাফুল ইসলাম বাবুল নির্বাচিত হয়েছেন। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সঞ্চালনা করেন বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম বাবুল।
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও পরিস্থিততি নিয়ন্ত্রন করতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবংমামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।