চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে ১৩৩ জন যাত্রী ছিল। এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আজ সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা গেছে।
চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভিতে সম্প্রচারিত হয় খবরটি।
সোমবার ওই চ্যানেলটি জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং ৭৩৭ বিমান। চীনের উওজোউ শহরের কাছে গুয়াংছি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।
পাহাড়ের মধ্যে জঙ্গেলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায়। ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইসব ভিডিওতে দেখা যায়, পাহাড়ের ওই এলাকা থেকে বেরিয়ে আসছে ধোঁয়া।
তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইতোমধ্যেই দুঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।