আগামী বছর থেকে বাতিল হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ’ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে চলতি ২০২১-২০২২ সেশনে এই ইউনিটের ভর্তি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে একাডেমিক কাউন্সিলের সভায়।

গত সোমবার (২১ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন হয়। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদকে একটি ইউনিটে একীভূত করে মোট চার ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নরয়া হয়েছে।

এর আগে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। সেটাই একাডেমিক কাউন্সিল অনুমোদন দিয়েছে। ডিনস কমিটি ওই সভায় সিদ্ধান্ত হয়, ‘২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা পূর্বের ন্যায় বিদ্যমান ৫ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মানসিক প্রস্তুতি নিচ্ছে বিধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এ বছর ‘ঘ’ ইউনিট বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।