একটি কাঠের গোডাউনে আগুন লেগে ১১ জনের প্রাণহানি হয়েছে। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ভারতের তেলেঙ্গানা রাজ্যে এ ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, ঘটনাস্থল থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।