বাপ্পী সরকার, সাতক্ষীরা প্রতিনিধি : কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের রাজাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর যুব কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান বাবু’র সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্প পরিচালনার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“অন্ধজনের দেহ আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এখানে অভিজ্ঞতা সম্পন্ন একাধিক চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আরিফুর রহমান বাবু উপস্থিত থেকে যুবকমিটির সদস্যদের মাঝে গেঞ্জি প্রদান ও ফিতা কেটে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

রাজাপুর যুব কমিটির সার্বিক ও সুন্দর ব্যাবস্থাপনায় ডাক্তার (বিসিএস) এমদাদুল হকের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করায় এলাকাবাসী খুবই উপকৃত হয়েছে বলে জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আলহাজ্ব ইদ্রিস আলী গাজী, শাহবাজ, সাদী হাসান, প্রমুখ। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এরশাদুল হক।