শেয়ারবাজারে গতি ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে বিশেষ তহবিল গঠন করে শেয়ারবাজারে বিনিয়োগ করতে দেশের ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট এই কমিশন। এর মধ্যেই ২৮ ব্যাংককে তহবিল গঠন করতে বলা হয়েছে।
এছাড়া তহবিল গঠন করা ৩৩ ব্যাংককে বিনিয়োগের জন্য তাগিদ দেয়া হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এই চিঠি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার বিশেষ তহবিল শেয়ারবাজারে বিনিয়োগের অনুমোদন দিয়েছে।
যা বিনিয়োগ সীমার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এছাড়া ব্যাংক কোম্পানি আইনে প্রতিটি ব্যাংকের মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ আছে। কিন্তু অনেক ব্যাংক বিনিয়োগ সীমা ও ২০০ কোটির বিশেষ তহবিলের থেকে অনেক কম বিনিয়োগ করেছে। আবার অনেক ব্যাংক তহবিল গঠনই করেনি। তাই ব্যাংকগুলোকে তহবিল গঠন করে শেয়ারবাজারে বিনিয়োগ করতে বলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।