সময় তার আপন গতিতে এগিয়ে চলে। সময়ের বাকে বাকে ঘটে নানা ঘটনা। কিছু ঘটনা সময়ের সাথেই হারিয়ে যায়। আবার কিছু ঘটনা স্মরণে রাখে বহমান সময়। সৃষ্টি হয় ইতিহাস। আর সেই ইতিহাস প্রেরণার রসদ যোগায় প্রজন্ম থেকে প্রজন্মকে। ঠিক আজকের এইদিনে ঘটে এমন অনেক প্রেরণাদায়ক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই রিদ্মিক নিউজের প্রিয় পাঠকবৃন্দ এক নজরে দেখে নিন আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা-

ঘটনাবলি
১৩৫১: ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৭৯৩: চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা ঘোষিত হয়।
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়।

১৯০২ – বাংলায় অনুশীলন সমিতি গঠিত হয়।
১৯৩৩ – এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন।
১৯৪০ – শেরেবাংলা এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।

১৯৪৮ – ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।

১৯৫৬ – পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৮২ – বাংলাদেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।

জন্ম
১৮৭৪ – বিশ্বের অন্যতম সেরা জাদুকর হ্যারি হুডিনি জন্মগ্রহণ করেন।
১৯০৯ – বাঙালি কবি নিশিকান্ত রায় চৌধুরী।
১৯২৫ – কাজী নূরুজ্জামান, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
১৯৩০ – আমেরিকান অভিনেতা স্টিভ ম্যাকুইন জন্মগ্রহণ করেন।
১৯৪৯ – শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ১৩তম প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে জন্মগ্রহণ করেন।
১৯৮৭ – সাকিব আল-হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার।
১৯৮৭ – ব্রাজিলিয়ান ফুটবলার রামিরেস জন্মগ্রহণ করেন।

মৃত্যু
০৮০৯ – আরব পঞ্চম খলিফা হারুন আল-রশিদ মৃত্যুবরণ করেন।
১৬০৩ – প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী।
১৭৭০ – আশরাফ আলি খান (নবাব)
১৭৭৬ – ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসন মৃত্যুবরণ করেন ।
১৯০৫ – জুল ভার্ন, ফরাসি লেখক।
২০২০ – বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র অন্যতম প্রযোজক, প্রখ্যাত নির্মাতা মতিউর রহমান পানু।

দিবস
বিশ্ব যক্ষ্মা দিবস৷
বিশ্ব আবহাওয়া দিবস।

 

 

কলমকথা/ বিথী