সিলেটের বিশ্বনাথে ফুটবল ফাইনাল খেলায় গিয়ে ভাঙ্গাচুরা সড়কের বেহালদশা দেখে ক্ষোভ ঝাড়লেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন)।
তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার ভাষায় প্রধান বক্তার বক্তব্যে বলেন, মাঠে তার একজন খেলোয়াড় পানি পায়নি। এরই পরিপ্রেক্ষিতে তিনি বলেন- এ উপজেলায় টিউবওয়েলেও পানি নাই- তাইলে তুমারে পানি দিব কিলা। ভাঙাচুরা রাস্তা যে চিকন চিকন এখানে আর পানির লাগি চিল্লাইয়া লাভ হইতো না। উপস্থিতিদের জিজ্ঞাসা করেন, আপনারার বর্ডার তো জগন্নাথপুর তাইলে আপনারা উন্নয়নের জন্য এত আটকে রইছেন কেন? মন্ত্রী মান্নান সাহেবকে বললেই তো হয়ে যায়।
তিনি ক্ষুব্ধ হয়ে আরও বলেন, আপনারা বিশ্বনাথ জগন্নাথপুর সড়কের কাজের সাব ঠিকাদারের সঙ্গেই তো কুলাইয়া উঠতে পারছেন না। সে আজ দুই বছর ধরে এ রাস্তায় কাজ করতে। ওই ঠিকাদার চাঁদপুরে আমাদের শিক্ষামন্ত্রীরে ১২টা বাজাইয়া দিয়া আইছে বলেও জানান। তবে তিনি খেলাধুলার পাশাপাশি পড়ালেখারও অনুরোধ করেন।
এর জবাবে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ উপজেলায় যা কিছুই হচ্ছে তাহা আমি সরাসরি মন্ত্রণালয়ে গিয়ে বরাদ্দ এনে করছি। সম্প্রতি বিশুদ্ধ খাবার পানি আর স্যানিটেশনের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ এনেছি। এর পেছনে এই দৌলতপুর ইউনিয়নের একজন এবং এমপি মোকাব্বির খান গভীর ষড়যন্ত্র করছেন। আগামীতে এ উপজেলার রাস্তাঘাটের কোনো সমস্যাও থাকবে না বলে তিনি জানান।
শুক্রবার বিকালে বাহাড়া-দুবাগ যুব সমাজের উদ্যোগে ফখরুল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
এ সময় আরও বক্তব্য রাখেন- থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, মোহাম্মদ আমির আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য রফিক হাসান, মাসুদ আহমদ, প্রবাসী হাবিবুর রহমান, কয়েছ মিয়া ও আব্দুল বারী।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও জাবের ইলেভেন স্টার দশঘর বিশ্বনাথ। জাবের এলিভেন স্টার দশঘরকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।