রাশিয়া আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার রাতে এক টেলিফোন আলাপে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা হয় দুই নেতার মধ্যে। খবর ডেইলি সাবাহ।
এরদোগান জেলেনস্কিকে বলেছেন, সম্প্রতি ন্যাটো নেতাদের বৈঠকে তুরস্ক ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে প্রাধান্য দিয়েছে।
প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন।
এদিকে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। জ্বালানি তেল ও পণ্যের আন্তর্জাতিক বাজারে নতুন করে চাপ তৈরি করেছে। অনেক দেশে বাড়ছে উৎপাদন খরচ। বিশ্ববাণিজ্য ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় যুদ্ধের প্রভাবে চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ১ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।
সংস্থাটির ‘ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট রিপোর্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৬ শতাংশ। এর আগে ৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আঙ্কটাড।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।