এক নারী জানিয়েছেন, স্বামীর কথায় একান্ত মুহূর্তের ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। তবে এই ভিডিও ভাইরাল করে দিয়ে তাদেরই ছেলে।

ভারতের ছত্তিশগড়ের গৌরেলা পেন্ড্রা মারবাহী জেলায় এমন আজব ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই নারী তার স্বামী ও ১৯ বছর বয়সী ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত হচ্ছে।

ভুক্তভোগী জানিয়েছেন, তাকে একটি ব্যক্তিগত নগ্ন ভিডিও করতে বলেছিল অভিযুক্ত স্বামী। তার সঙ্গে স্বামীর প্রায় রোজই ঝগড়া হয়। ফলে তিনি বেশিরভাগ সময়েই বাবার বাড়িতে থাকতেন। কিছুদিন আগে তিনি শ্বশুরবাড়িতে ফেরেন। তার ১৯ বছরের ছেলে নিজের মোবাইল খারাপ হওয়ার কথা বলে তার মোবাইল ব্যবহারের জন্য নেয়।

এরপর নগ্ন ভিডিও ওই নারীর বোনকে পাঠায় তার ছেলে। ছেলের অভিযোগ ছিল তার মা নোংরা কাজ করে। তাই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

ছেলের কথা অনুযায়ী, সে বাবা মায়ের ঝগড়া মেটানোর জন্য তার আত্মীয়দের কাছে ওই ভিডিও পাঠায়। ছেলে এই বিষয়ে থানায় জানিয়ে দিয়েছে। তার মতে ভিডিও কি করে ভাইরাল হয়ে গেল সে জানে না।

বর্তমানে গৌরেলা পুলিশ নারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। আইটি অ্যাক্ট ছাড়া আরও অনেক ধারায় মামলা দেওয়া হয়েছে। জিপিএম জেলার অ্যাডিশানাল এসপি অর্চনা ঝা-র মত অনুযায়ী বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে।