যশোরের অভয়নগর উপজেলায় একটি বাগানে গাছে বাঁধা অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদি গ্রামের কবিরাজপাড়া এলাকায় গাছে বাঁধা ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধোপাদি কবিরাজপাড়ার বাসিন্দা মো. ফারুক হোসেন কবিরাজ জানান, সকালে তাদের বাড়ির পাশের বাগানে একটি মেহগনিগাছের সঙ্গে ওই মরদেহ বাঁধা অবস্থায় দেখা যায়। গাছে বাঁধা যুবকের মুখমণ্ডল তার পরনের কাপড় দিয়ে এবং কোমরের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে, কে বা কারা তার গলায় মাফলার ও জামাকাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহটি গাছে বেঁধে রাখে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ জোর তদন্ত শুরু করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।