পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত এক কাজাখস্তানের নাগরিক খুন হয়েছেন। গতকাল শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসন গ্রিনসিটি ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্টরা নিহত ব্যক্তির নাম জানাতে পারেননি। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাদের মধ্যে মারামারির এক পর্যায়ে কাজাখস্তানের এক নাগরিক খুন হন। ঘটনার পরপরই পুলিশ উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে যায় এবং সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারামারির সময় আরও একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন।
তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঈশ্বরদী থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, নিহত কাজাখস্তান নাগরিকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে ৪-৫টি আঘাতের চিহ্ন রয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না বলে জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।