ভারতীয় সিনেমার দুই মহারথী শাহরুখ খান ও সালমান খান। একজনকে বলা হয় কিংব অব বলিউড, আরেকজন বলিউডের ভাইজান। সিনেমার সাফল্যের নিরিখে ভক্তরা তাদের নিয়ে তর্ক-বিতর্কে মেতে থাকে। কে বেশি জনপ্রিয়, কার সাফল্য বেশি, এসব নিয়ে চর্চা চলছে যুগ যুগ ধরে।
শনিবার (২৬ মার্চ) সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ও সালমান দু’জনেই নিজ নিজ ছবি পোস্ট করেছেন। বলাই বাহুল্য, মুহূর্তের মধ্যে সেই ছবি ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভক্তদের হৃদয় তোলপাড় করে বিদ্যুতের বেগে ছড়িয়ে পড়েছে। প্রথমে সালমান খান পোস্ট করেন তার দুটি ছবি। তাতে দেখা যায়, মাথায় হ্যাট পরে পানিতে গলা পর্যন্ত ডুবে আছেন।
বোঝাই যাচ্ছে, ছবিটি তার ফার্মহাউজে তোলা। পোস্ট করার পর মাত্র তিন ঘণ্টায় শুধু ইনস্টাগ্রামেই ১ মিলিয়নের বেশি রিঅ্যাকশন পড়েছে এই ছবিতে। এরপর আরও বড় চমক হয়ে দেখা দেন শাহরুখ খান। বহুল আকাঙ্ক্ষিত ‘পাঠান’ লুকে ছবি পোস্ট করেন তিনি। ছবিটিতে দেখা যায়, খালি গায়ে দুটি দড়ি ধরে দাঁড়িয়ে আছেন কিং খান। তার চোখে সানগ্লাস, লম্বা চুল আর সিক্সপ্যাক অ্যাবস। মুহূর্তেই ছবিটি ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।