সোহানা পারভীন জনি, স্টাফ রিপোর্টারঃ

মহান স্বাধীনতা দিবসে সেরা পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড – সমাজ সেবায় এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাজ্জাদ আলম খান সজল আরজেএফ’র সম্মাননায় ভূষিত হয়েছেন।

২৮ মার্চ ২০২২ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন সেগুনবাগিচা, ঢাকায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ড. খান আসাদুজ্জামান, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মো. বাহাউদ্দিন, সামাজিক বন পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এ ইব্রাহিম ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র মহাসচিব মোঃ শামছুল আলম, প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন হাজী মো. মোহসীন উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন৷ আর জে এফ ‘এর যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, দৈনিক মুক্ত খবরে হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপন, জাহিদ হাসান জিন্নাহ, মো. বাহাউদ্দিন, সেকেন্দার আলম শেখ, সালাম মাহমুদ, মো. শামসুল আলম, মো. মঞ্জুর হোসেন ঈসা, জামাল সিকদার, সিদ্দিকুর রহমান আজাদী কামরুল ইসলামপ্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০জনকে আরজেএফ স্মারক সম্মাননা প্রদান করা হয়।