লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার দুর্দান্ত ঘূর্ণিজাদুতে ভর করে কলকাতা নাইট রাইডার্সকে অল্পতেই থামিয়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সহজ লক্ষ্য পেরোতেও ঘাম ঝরলো ডু প্লেসি-কোহলিদের। তবে শেষ পর্যন্ত জয়ে ফেরার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন তারা।
বুধবার (৩০ মার্চ) ২০২২ আইপিএলের ম্যাচে মুম্বাইয়ের ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে ৩ উইকেটে জয় পেয়েছেন বেঙ্গালুরু। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ১২৮ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে কলকাতা।
জবাবে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বেঙ্গালুরু। এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে রানের পাহাড় গড়েও জিততে পারেনি তারা। অন্যদিকে কলকাতা জয় দিয়ে আসর শুরু করে দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখলো।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।