খুলনার পাইকগাছার পল্লি থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে কে বা কারা স্থানীয় দক্ষিণ আমিরপুর বিশ্ব সানার গোয়াল ঘর থেকে গরু গুলি চুরি করে নিয়ে যায়। বিশ্ব সানা জানান, তার গোয়াল ঘরে ১১টি গরু বাঁধা ছিল। যার মধ্যে ১টি এঁড়ে গরু, ৪টি গাভি ও ৪টি বকনা গরু চুরি করে নিয়ে গেছে। অন্য ৩টি গরু দড়ি ছাড়া অবস্থায় বাড়ির বাইরে দেখতে পায়।

দড়ি ছাড়া গরুগুলো গোয়াল ঘরে উঠাতে গিয়ে অন্য কোনো গরু না পেয়ে তিনি নিশ্চিত হন তার গরুগুলো চুরি হয়ে গেছে। গরুগুলোর দাম প্রায় ৩ লাখ টাকা হবে বলে জানান তিনি। সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মো. সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।