শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো ফরাসি ভূখন্ড নিউ ক্যালাডোনিয়ার পূর্বাঞ্চলে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮ ভাগ। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থাটি জানায়, ভূমিকম্পটি নিউ ক্যালাডোনিয়ার ২৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে স্থানীয় সময় বিকেল ৪ টা ৪৪ মিনিটে আঘাত হানে।