রাজশাহী ব্যুরোঃ নাটোরে বিশ্ব পানি দিবস উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪ঠা এপ্রিল) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ৯ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নাদিম সারওয়ারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শামীম আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান প্রমূখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,পানিই জীবনের উৎস।
জীবনকে সুশোভিত করে রেখেছে পানি। অথচ এ পানিকে আমরা দূষিত করছি,অপচয় করছি। দেশের নিম্ন এলাকায় সমুদ্র পানির লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নামছে।
এ অবস্থা থেকে উত্তরণে ভূ-পৃষ্ঠ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা তথা পানি ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। উল্লেখ্য যে,পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন আয়োজিত উক্ত দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো শোভাযাত্রা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।