মোঃ তাছাব্বুর রহমান, মণিরামপুর থেকেঃ
যশোর মণিরামপুরের বহুল পরিচিত শ্রীনদী এখন মুমূর্ষু সবুজ শ্যামলীর অপূর্ব এই বাংলাদেশ । এই বাংলাদেশের মধ্যে রয়েছে অসংখ্যা নদী। নদীমাতৃক বাংলাদেশ, বাংলাদেশের প্রতিটি জাইগায় রয়েছে অসংখ্যা নদনদী । কিন্তু সময়ের সাথে এই নদী গুলোর মধ্যে অনেক নদী শুকিয়ে যাচ্ছে অথবা পলি পড়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। তেমনি একটি নদী যশোর জেলার মনিরামপুর উপজেলায় শ্রীনদী নামে পরিচিত। দীর্ঘদিন ধরে শ্রীনদী পলি মাটি পড়ে সমতল ভুমিতে পরিনত হয়েছে ।
যে নদীতে সবসময় জোয়ার ভাটা থাকত, ডোঙ্গা, নৌকা চলাচল করত। জেলেরা মনের খুশিতে মাছ ধরত। নদীর এপার ওপার মানুষের সাথে ছিল গভীর সম্পর্ক। আর এই নদী পারাপারের মাধ্যম ছিল বাঁশের সাকো। কিন্তু দুঃখের বিষয় একবিংশ শতাব্দীর নতুন প্রজন্ম এই নদীর মৃত্যু দেখছে। এলাকা বাসীর দাবী এই নদীটির পুনরায় খনন করে নদীটাকে পুনরায় জীবন ফিরিয়ে দেয়া হোক ।
লোকজন আবার দেখতে চাই শ্রীনদীর সেই উত্তাল যৌবনের ঢেউ। আর এই নদীর উন্নয়ন হলে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে নৌপথ । নৌপথ তৈরী হলে সকলস্তরের মানুষের অর্থনীতি কৃষি ব্যবসা বানিজ্যের ব্যাপকভাবে উন্নয়ন প্রসারিত হবে । এলাকা বাসীর দাবী যথাযথ কতৃপক্ষের কাছে শ্রীনদী খনন করে আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।