ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৪ লাখ ৮১ হাজার মানুষ পোল্যান্ডে পালিয়ে গেছে। সোমবার (৪ এপ্রিল) পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে গত কয়েক সপ্তাহে সীমান্ত অতিক্রমের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গতকাল রোববার ২২ হাজার ৩০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছে; যা আগের দিন শনিবারের তুলনায় ৬ শতাংশ কম।

এর আগে ৬ মার্চ রেকর্ড সংখ্যক এক লাখ ৪২ হাজার ৩০০ মানুষ সীমান্ত অতিক্রম করেছিল। বিবিসি জানিয়েছে, রুশ হামলা শুরুর পর গড়ে দৈনিক ১৬ হাজার ৪০০ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করত। রুশ হামলা শুরুর পর পোল্যান্ড থেকে চার লাখ ৫৭ হাজার মানুষ ইউক্রেনে প্রবেশ করেছে।