বিনোদন প্রতিবেদক: ঈদে আসছে টিডি দিপকের পরিচালনায় চমৎকার গানের মিউজিক ভিডিও “রঙ্গিলা বউ”। জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা ও পলক হাসানের কন্ঠের গানটি লিখেছেন নির্মল দাস।সুর করেছেন কণ্ঠশিল্পী পলক নিজেই ও সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন আহেমদ সজীব।

চমৎকার ড্যান্স কোরিওগ্রাফি ভিত্তিক গানটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মডেল অভিনেতা সুপ্ত ও সুস্মিতা সিনহা।গানটিতে কোরিওগ্রাফার হিসেবে ছিলেন রমজান ও ক্যামেরায় ছিলেন এসকে জনি।

সম্প্রতি গাজীপুরের চমৎকার লোকেশন কেন্দ্রীক আপন ভুবন শুটিং স্পটে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদকে সামনে রেখে খুব শিঘ্রই গানটি ইউটিউবে প্রকাশিত হবে।

ডিরেক্টার টিডি দিপক বলেন,”গানটি সব মিলিয়ে অসাধারণ হয়েছে।গানটির কথা সুর খুবই চমৎকার।আসন্ন ঈদে আশা করছি মিউজিক ভিডিও টি দর্শক দারুণ ভাবে উপভোগ করতে পারবে।”