রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শিগগিরই অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কায় পড়তে পারে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। অর্থনৈতিক বিপর্যয় এড়াতে গত সোমবার (৪ এপ্রিল) অবিলম্বে ‘অর্থনৈতিক সনদ (সিওই)’ (চার্টার অব ইকোনমি) বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানগুলো।
করাচির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ও বিজনেসম্যান গ্রুপের চেয়ারপারসন এম জুবাইর মতিওয়ালা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা ও শিল্প খাত বিচলিত। রুপির মূল্যহ্রাস, রিজার্ভ কমে যাওয়া, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ রাজস্ব ঘাটতির কারণে দেশটির অর্থনীতি ইতিমধ্যে ভঙ্গুর।
এ অবস্থায় অর্থনীতি বাঁচাতে হলে দ্রুত রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে হবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে দেশটিতে রুপির ওপর অতিরিক্ত চাপ, শেয়ারবাজারের পতন ও বিদেশি ক্রেতাদের নেতিবাচক মনোভাবের ফলে অর্থনৈতিক ভারসম্য বজায় রাখতে বড় রকমের হেরফের হচ্ছে।
এ ব্যাপারে ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইফরান ইকবাল শেখ বলেন, রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিদেশি ও স্থানীয় কোনো বিনিয়োগ করা যাবে না। এ মুহূর্তে শেয়ারবাজারে পতন হয়েছে এবং ডলারের বিনিময়ের হার ১৮৫ রুপি ছাড়িয়েছে। দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে সুপ্রিম কোর্টকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।