বাংলাদেশের পরিস্থিতি শ্রীলংকার মতো হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং। তিনি বলেন, বিদেশি ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। শ্রীলংকার সেখানে বড় দুর্বলতা ছিল।
এছাড়া যুদ্ধের পর শ্রীলংকার অথনৈতিক পরিস্থিতি ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল। কোভিড-১৯ পরিস্থিতি যা আরও নাজুক করেছে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতি ধারবাহিকভাবে ভালো করেছে। কোভিড থেকেও দ্রুত পুনরুদ্ধারের পথে রয়েছে বাংলাদেশ।
কোভিডের ধকল কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধিও বিচারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব যুক্তি তুলে ধরেছেন এডিবির বাংলাদেশ প্রধান।
সংস্থার নিয়মিত প্রকাশনা এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০২২ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনলাইন প্ল্যাটফমে এ আয়োজন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।