দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা থালাপাতি বিজয়। তার পরবর্তী সিনেমা ‘বিস্ট’। এটি আগামি ১৩ এপ্রিল, বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। ধরণা করা হচ্ছে, বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে সিনেমাটি এবং অতীতের অনেক রেকর্ড ভাঙবে।

স্বাভাবিকভাবে বিভিন্ন দেশ থেকে সিনেমাটি মুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। এদিকে, কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিজয় অভিনীত সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান,

বাহরাইনে বড় সংখ্যক স্ক্রিনে মুক্তি পাবে ‘বিস্ট’ সিনেমাটি। ভক্তরাও সিনেমাটি উপভোগ করার জন্য প্রস্তুত। কিন্তু কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হয়েছে। কারণ সিনেমাটির গল্পে সন্ত্রাসবাদের বিষয় রয়েছে। কুয়েতে মুক্তি না পেলেও বক্স অফিসে তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

 

কলমকথা/ বিথী