মণিরামপুরে চাঁদাবাজির অভিযোগে আপন ভাইসহ ৮ জনকে আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। সোমবার উপজেলার জলকর রোহিতা গ্রামের ধীরেন্দ্রনাথ দাসের ছেলে গৌতম কুমার বাদী হয়ে এ মামলা করেছেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, গৌতমের আপন ভাই দীপক কুমার দাস, বিকাশ কুমার বিশ্বাস, মেহেদী হাসান, সঞ্জয় কুমার, সুবল কুমার, অজয় কুমার বিশ্বাস, প্রবীর বিশ্বাস ও রেজাউল ইসলাম।
মামলার অভিযোগে জানা গেছে, গৌতমের আপন ভাই দীপক কুমার দাস। দীপক নিষিদ্ধ ঘোষিত পার্টির সদস্য বলে অপর আসামিরা প্রচার করে চাঁদাবাজি করে থাকে। গৌতম দীর্ঘদিন বিদেশে ছিলেন। দেশে আসার পর দীপকের নেতৃত্বে গৌতমের কাছে চাঁদা দাবি করে আসামিরা। আসামিদের দাবিকৃত চাঁদার ৭০ হাজার টাকা দেয়া হয়। পরবর্তীতে দীপক অন্য আসামিদের নিয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ৩ এপ্রিল গৌতমের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর, লুটপাট করে নিয়ে যায়। বাধা দিলে তারা গৌতমকে বেদম মারপিট করে আহত করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ না কারায় তিনি আদালতে এ মামলা করেছেন।
কলমকথা/𝙷𝙺𝚂
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।