রাজধানীর ক‌য়েক‌টি এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। এর অন্যতম প্রধান কারণ পানিদূষণ। এ অবস্থায় পা‌নি ব্যবহারের ক্ষে‌ত্রে সবাইকে আরও বে‌শি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে ২ কোটিরও বেশি লোক বসবাস করেন। এদের অনেকেই বি‌বিধ কার‌ণে সারা বছর ধ‌রেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। দূষিত পা‌নি ও ভেজাল খাবারের কারণে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়ে‌ছে।

জাহিদ মালেক বলেন, ‘পৃথিবী জু‌ড়ে ‌দিন দিন দূষণ বাড়ছে। বায়ুদূষণ, যানবাহন ও কলকারখানার ধোঁয়া, গ্রিনহাউজ ইফেক্ট—এসবের ফলে ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জমাট বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বন্যা হচ্ছে, টর্নেডো হচ্ছে। মানুষের স্বাস্থ্যকে ক্ষতিকর অবস্থায় ঠেলে দিচ্ছে।’ প্রসঙ্গত, তিন-চার সপ্তাহ ধরে রাজধানীতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চাপ বাড়‌ছে হাসপাতালে। ওয়াসার লাইনের পা‌নি‌তে ময়লা, কেঁচো, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করছেন রাজধানীবাসী। রাজধানীবাসীর অ‌ভি‌যো‌গের পরিপ্রেক্ষি‌তে মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান দাবি করেছেন, ওয়াসার পানির সঙ্গে ডায়রিয়ার সম্পৃক্ততা নেই।