মণিরামপুর প্রতিনিধি- ৭ ই এপ্রিল ২০২২ ইং,( বৃহস্পতিবার) বাসন্তী পূজা উপলক্ষ্যে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিরামবিহীন ভাবে মণিরামপুরের ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন, ১৭ নং মনোহরপুর ইউনিয়ন এবং ৫নং হরিদাসকাটি ইউনিয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী, জনসাধারণের সাথে সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় এবং অসুস্থ নেতাকর্মীদের বাড়ীতে গিয়ে সুচিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

এ সময়ে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু। আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ চঞ্চল কুমার ভট্টাচার্য্য, যুবলীগ নেতা গাজী আসাদ, উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমূখ।