বিরামপুর( দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামা এবং তার ভাগ্নী ও ভাস্তি গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন-বিরামপুর পৌর এলাকার শিমুলতলী (গড়েরপাড়) মহল্লার মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ (২৭) তার ভাগ্নী জেরিন আক্তার (৯) ও ভাস্তি তাইয়েবা (৬)।

শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সোয়া ৬ টার দিকে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ মামুন বলেন, শনিবার বিকেলে আব্দুল্লাহ তার ভাগ্নী ও ভাস্তিকে নিয়ে ঢাকামোড় থেকে ইফতার কিনে বাড়ি ফিরছিলেন। পথে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংক মোড়ে পৌছালে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে আসা চাল বোঝায় (ঢাকা মেট্রো-ট-২২-৪০৩১) ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।